রাজধানীর হাজারীবাগে দস্যুতার প্রস্তুতিকালে গ্রেফতার ২

BanglaPost21

অনলাইন ডেস্ক:
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম-মোঃ শান্ত ও মোঃ সুফিয়ান ইসলাম মিলন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২টি চাকু ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ পিপিএম  এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে হাজারীবাগ থানার কায়সার সুইটস মোড়ের সামনে কয়েকজন দুষ্কৃতিকারী দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা টহল পুলিশের একটি দল।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত শান্ত ও সুফিয়ান হাজারীবাগসহ রাজধানীর বিভিন্ন স্থানে দস্যুতা, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করতো।

এ ঘটনায় হাজারীবাগ থানায় রুজুকৃত মামলায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

তথ্য-ডিএমপি নিউজ।