স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ ১১ জনের জামিন নামঞ্জুর

BanglaPost21

পাথরঘাটা সংবাদদাতা:
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বরগুনা জেলার পাথরঘাটার ওয়ার্ড আওয়ামীলীগ নেতার ছেলে বাবুকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে পাথরঘাটা উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম শাকিলসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার আসামিরা হাজির হলে ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম ওই আদেশ দেন।

আসামীরা হল, সুমন শীল (৩৫), মোস্তাফিজুর রহমান ওরফে সোহেল (৪৫), সাইফুল ইসলাম ওরফে শাকিল (৩৭), হেলাল কাজী (৩৮), মো. ইলিয়াস (২৫), মো. ইমরান (৩৮), জাকির হোসেন (৩৭), আল আমিন (৪০), বেল্লাল মুন্সি (৩০), নাঈম ফকির (২২), সফিকুল ইসলাম রিপন (৩৭)। এ মামলার অপর আসামি মোহাম্মদ ছাবিদের (২৮) হাজিরা দিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

জানা গেছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নিজলাঠিমারা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহিরুল কবির সিকদারের ছেলে মহিউদ্দিন সিকদার বাবু বরগুনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের কর্মি ছিল। এ কারনে বর্তমানে এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সুলতানা নাদিরার ঘনিষ্ঠজনদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। গত জাতীয় সংসদ নির্বাচনে বিরোধ চরম পর্যায় পৌঁছে। ওই বিরোধের জের ধরে ২২ ফেব্রুয়ারি সুমন শীলের নেতৃত্বে ১৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে মহিউদ্দিন সিকদার বাবুকে কুপিয়ে হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন, পা, বুকে মাথায়, হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে তার শরীরে ১৩টি মারাত্মক রক্তাক্ত কাটা জখম হয়। মুমুর্ষ অবস্থায় বাবুকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে বাবু ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আহত মহিউদ্দিন সিকদার বাবুর বাবা জহিরুল কবির সিকদার বাদি হয়ে ২৫ ফেব্রুয়ারি পাথরঘাটা থানায় ১৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার বাদী বলেন, আসামীরা পলাতক থেকে গোপনে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনের আদেশ পেয়ে যথা সময় বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামানত নামা দাখিল করেনি। জামিনে আসলেও হাইকোর্টের জামিনের শর্ত ভঙ্গ ও আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় আদালতে ১১ জনের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ১০ নম্বর আসামি ছাবিদের বুধবার জামিন শুনানির দিন ধার্য থাকলেও তিনি আদালতে হাজিরা দিয়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।