সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি ভাইরালের অভিযোগে একজন গ্রেফতার

BanglaPost21

অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি ভাইরালের ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মো আমিনুল ইসলাম। গ্রেফতারের সময় তার হেফাজত হতে একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ, বিপিএম সেবা এ তথ্য নিশ্চিত করে ডিএমপি নিউজকে জানান, গতকাল আমিনুল ইসলামকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

উল্লেখ্য, ২০১৪ সালে আমিনুলের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ভিকটিমের পরিচয় ও বন্ধুত্ব তৈরী হয়। সে কৌশলে ভিকটিমের ফেসবুক আইডি নিজ হেফাজতে নিয়ে নেয়। এরপর মেসেঞ্জারে থাকা ভিকটিমের স্বামীর সাথে ভিডিও ও ছবিও তার হেফাজতে নেয়। পরবর্তীতে সে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয়, ভিকটিম তার প্রেমের প্রস্তাবে রাজী না হলে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সে ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। আমিনুল নানা ভাবে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করে। এক পর্যায়ে ভিকটিম টাকা দিতে এবং আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় আমিনুল ভিকটিমের ছবি ও ভিডিও তার স্বামী, আত্মীয়-স্বজন ও পরিচিত মানুষের ইনবক্সে দিতে থাকে। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিম খিলক্ষেত থানায় চলতি বছরের ১৮ এপ্রিল একটি মামলা করেন।

তথ্য- ডিএমপি নিউজ ।