বরগুনা ব্যুরো: বরগুনার সাংবাদিক তালুকদার মাসাউদ হত্যা ঘটনায় মামলার এক সপ্তাহ হলেও কোনো আসামী গ্রেপ্তার না হওয়ায় ‘অবস্থান কর্মসূচি’ পালন করছে নিহতের পরিবার। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বরগুনা জেলা প্রশাসক কাযালয় সামনে সন্তানদের নিয়ে ঘন্টা ব্যাপি নিহত সাংবাদিক তালুকদার মাসউদের স্ত্রী অবস্থান কর্মসূচি পালন করেণ। এসময় নিহতের পরিবার আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তালুকদার মাসউদের স্ত্রী ও মামলার বাদী সাজেদা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরেও আমার স্বামীর হত্যাকারিদের এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সাজেদা অভিযোগ করে বলেন, আসামীরা যে সব গণমাধ্যমে কর্মরত সেই সব গণমাধ্যমগুলোও এখনো অপরাধ ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা আমাদের এই ঘটনা নিয়ে কোনো খবর প্রকাশ করেনি। উল্টো এখনও তাদেরকে বহাল রেখে আমাদের ন্যায় বিচার পেতে অসহযোগীতা করছে। বরগুনার জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি আমাদের জেলার অভিভাবক। আমি বিনয়ের সাথে জানতে চাই, আমার স্বামীর হত্যাকারিরা কার ছত্রছায়ায় আছে। আমার সন্তানরা আমাকে প্রশ্ন করে, বাবার হত্যা কারিরা এখনো ক কী ভাবে ফেইস বুকে বিভিন্ন রকম ছবি দিয়ে উল্লাস করে। মাসউদের মেয়ে তন্নি বলেন, আমাদের দেশে তো অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। আমার বাবার হত্যাকারিরা ধরা পরছে না কেন। আমার বাবার হত্যা কারীরা কী আইনের বাইরে। নাকি হত্যা কারীরা ক্ষমতাধর ব্যক্তি। তাদের ধরা যাবে না।
পুলিশ সুপারকে উদ্দেশ্যে করে নিহতের স্ত্রী বলেন, পুলিশ প্রশাসন কী এতোটাই দুর্বল যে একজন আসামিকে তারা গ্রেপ্তার করতে পারেনি। যেদিন আমি মামলার প্রস্তুতি নিচ্ছিলাম, সেইদিন আমাকে ২০ লাখ টাকার দিয়ে সমঝোতার জন্য তারা লোক পাঠিয়েছিল। এখনও প্রতিদিন প্রেসক্লাবের লোকজন আমাকে টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেয়। সমঝোতায় না গেলে সমস্যায় ফেলে দেয়ার হুমকি দেয়। আমি আমার সন্তানদের নিয়ে ভয়ে আছি। আপনি আসামীদের গ্রেপ্তার করে আমাদের সুরক্ষা দিন। প্রেসক্লাবে বসে আমার স্বামীর আলামত নস্ট করেছে। যারা মিটিং করেছে তাদের ধরে রিমান্ডে নিলে হত্যার রহস্য বেরিয়ে আসবে। পরে দুপুর ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) আবদুল হালিম এসে তালুকদার মাসউদের স্ত্রী সন্তানদের খোঁজ খবর নেন এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে নিহত তালুকদার মাসউদ পরিবার অবস্থান কর্মসুচি সমাপ্ত করেন। এরপর তালুকদার মাসউদের স্ত্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে বিচারের দাবিতে স্বারকলিপ পেশ করেন।
জেলা প্রশাসক মোহা.রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক মারা যাওয়ার ঘটনায় মামলার আসামিতের গ্রেপ্তারদাবিতে তার পরিবারের অবস্থান কর্মসূ্চি পালন করতে দেখেছি। মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)আবদুল হালিম বলেন, সাংবাদিক মাসউদ তালুকদার হত্যা মামলার আসামিদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে বরগুনা প্রেসক্লাবে তালুকদার মাসউদকে বেধড়ক মারধর করা হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।