লালদিয়ার চর থেকে ৯টি হরিণের চামড়া ও দুটি মাথা উদ্ধার

BanglaPost21

মোঃ সাগর আকন:
বরগুনার পাথরঘাটার লালদিয়ার চর এলাকা থেকে দুটি হরিণের মাথা ও নয়টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৬ জুন) ভোর রাত সোয়া চারটার দিকে উপজেলার লালদিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করেন তারা।

পাথরঘাটা কোস্টগার্ড কমান্ডার মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুন্দরবন থেকে হরিণ শিকারিরা হরিণ শিকার করে বিষখালী নদীর লালদিয়ার চর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান শুরু করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে বস্তাবন্দি অবস্থায় ৯টি হরিণের চামড়া, ২টি হরিণের মাথা, ১১টি পা, ৪টি লেজ এবং ৪টি শিং উদ্ধার করেন তারা।

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের বিচ্ছিন্ন অংশগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।