রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে

BanglaPost21
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:
রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এফএসবি ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মতে, ক্রোকাস সিটি হলে আরও ১৪০ জনেরও বেশি আহত হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটি’র বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

হামলার ঘটনায় এরইমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তাপ্রধান প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, আটকদের মধ্যে চার জন সরাসরি হামলায় যুক্ত ছিল।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর কনসার্ট হলে হামলার বিষয়ে এখনও প্রকাশ্য কোনো বিবৃতি দেননি। তবে একজন ডেপুটির মাধ্যমে আহতদের  দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এই মাসের শুরুর দিকে মস্কোতে মার্কিন দূতাবাস ‘চরমপন্থীদের’ মস্কোতে কনসার্টসহ বৃহৎ সমাবেশগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছিল।

বিবিসির নিরাপত্তা সংবাদদাতা গর্ডন কোরেরা বলেছেন, এই সতর্কতাটি রাশিয়ান কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছেন বলে মনে হচ্ছে।

অপরদিকে কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি হুশিয়ারী দিয়ে বলেছেন, প্রতিশোধ নেয়া ছাড়া অন্য বিকল্প নেই।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে মেদভেদেভ বলেন, সন্ত্রাসীরা শুধুমাত্র সন্ত্রাসের ভাষা বোঝে। যদি বলপ্রয়োগ করা না যায়, যদি সন্ত্রাসীদের হত্যা এবং তাদের পরিবার-স্বজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয়- তাহলে কোনো তদন্ত বা বিচার কাজে আসবে না। আমাদের সামনে আর কোনো উপায় নেই।

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

ঘটনার পরপর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে বলে জানায় রয়টার্স।