রাজধানীর ওয়ারীতে অটোরিকশাসহ চোর চক্রের দুইজন গ্রেফতার

BanglaPost21

অনলাইন ডেস্ক:
রাজধানীর ওয়ারীতে অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো: বিল্লাল ও জয়নাল তালুকদার। গত রবিবার রাতে ওয়ারী থানার টিকাটুলি ও ইত্তেফাক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ এস. এম. শামীম  জানান, এই চক্রের সদস্যরা মূলত অটোরিকশা চুরি করে। তারা গত রবিবার (১৭ মার্চ) রাতে রামপুরা হতে ওয়ারীতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে। রাত সাড়ে দশটার দিকে টিকাটুলি এলাকায় পৌঁছলে রিকশা থামিয়ে তারা রিকশা চালককে পাশের দোকান থেকে সিগারেট আনতে পাঠায়। চালক ফিরে এসে দেখে যাত্রীবেশী চোরেরা তার রিকশা নিয়ে পালিয়ে গেছে। তার চিৎকার শুনে পাশে থাকা ওয়ারী থানার টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। চালকের কাছ থেকে বিস্তারিত শুনে টহল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের তাৎক্ষণিক অভিযানে অটোরিকশাটি উদ্ধার ও চোর চক্রের সদস্য বিল্লাল ও জয়নালকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতে ওয়ারী থানায় একটি মামলা রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তথ্য-ডিএমপি নিউজ।