যুবলীগ চেয়ারম্যানের প্রধান মন্ত্রীর ঈদ উপহার বিতরণ

BanglaPost21

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ বুধবার বেলা ২ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ অসহায় মানুষের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

জানা যায়, বুধবার দুপুরে ঢাকার দনিয়া কলেজ মাঠে ১ হাজার ঈদ সামগ্রী অসহায় ও গরীব মানুষের মাঝে উপহার হিসাবে বিতরণ করেন যুবলীগ চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উপহার (শাড়ী-লুঙ্গী) বিতরণ করতে এসেছি। মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন, অসহায় মানুষে পাশে দাড়াতে। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সব সময় অসহায় মানুষের পাশে দাড়াবে। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

বিশেষ অতিথি আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে মাননীয় প্রধান মন্ত্রী বাংলার জনগণের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন, আমার দেশের একজন মানুষও অনাহারে থাকবে না। বাংলার জনগণের জন্য মাননীয় প্রধান মন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার পাশে থেকে তাকে অনুসরণ করছি। আমরা যদি সবাই মিলে জনগণের জন্য কাজ করি তাহলে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে পাবর।