নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী করিমগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার থেকে মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচী চলবে ২০ জুলাই পর্যন্ত।
জানা যায়,করিমগঞ্জ উপজেলা যুবলীগের
আহবায়ক হাজী আব্দুল কাইয়ুম ও আরিফুর রহমান শাহানুরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগেরআহবায়ক হাজী আব্দুল কাইয়ুম বলেন, আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আমাদের দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপি’র নির্দেশনায় করিমগঞ্জ উপজেলায় মাস ব্যাপি বৃক্ষরোপণ করা হবে। আমাদের নেতা কর্মিদের বলেছি, দলের নির্দেশনা অনুযায়ী তোমরা সাধ্যমত বৃক্ষরোপণ কর। ফলজ বনজ গাছ আমাদের উপকারে আসবে। তিনি বলেন, গাছ আমাদের উপকারী সম্পদ। মানুষ বিশ্বাস ঘাতকতা করলেও গাছ ঠিকই উপকারে আসবে। গাছ আমাদের অক্সিজেন দেয়। বন্যায় গাছের জন্য ক্ষয়ক্ষতি কম হয়। সাম্প্রতিক বয়ে যাওয়া রেমাল ঘূর্ণিঝড় যে পরিমান ক্ষতির সম্ভাবনা ছিল তা হয়নি। সুন্দরবনে অজস্র গাছ ছিল বলেই বন্যার জলোচ্ছ্বাস ও বাতাস বাঁধাগ্রস্থ হয়েছে। আমাদের জানমালের ব্যাপক ক্ষতি হয়নি। এ কারনে প্রধান মন্ত্রী বলেছেন, আমাদের এক ইঞ্চি জমি যেন পতিত না থাকে। সেই নির্দেশনা মোতাবেক আমরা গাছ লাগাব।