মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন সাকিব আল হাসান

BanglaPost21
সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক:

মাগুরায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন মাগুরা আসনের এমপি সাকিব আল হাসান।শনিবার ( মার্চ)দুপুরে মাগুরানড়াইল মহাসড়ক সংলগ্ন শহরতলীর পারলাগোয়ালখালী মৌজায় প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজের ২৫ একর জমি পরিদর্শন করেন তিনি।

এ সময় দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন সাকিব আল হাসান। এরইমধ্যে প্রকল্প এলাকায় বিদ্যুতের আলাদা দুটি লাইন স্থাপন সম্পন্ন হওয়ায় সন্তুষ্টিও প্রকাশ করেন এই সংসদ সদস্য।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ঘোষণা দেন। সে অনুযায়ী ২০১৯ সালে প্রথম মাগুরা সরকারি মেডিকেল কলেজে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। এর ধারাবাহিকতায় গত মাসে ৬ষ্ট ব্যাচের ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়েছেন। বর্তমানে মেডিকেল কলেজের শিক্ষার্থীর সংখ্যা তিনশ।

২০২২ সালের ২৮ ডিসেম্বরে এই প্রকল্পের ২৫ একর জমি অধিগ্রহনের অনুমোদন হলেও একনেকে অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পের কার্যক্রম শুরু হয়নি।