মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত করলো ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ

BanglaPost21

অনলাইন ডেস্ক:
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) এর ‘স্পট বাই স্পট’ সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানের অংশ হিসেবে রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত করেছে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ।

ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে জানানো হয়, রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের বক্স কালভার্ট রোডে ইডেন মসজিদের পাশের গলিতে বিকন ফার্মাসিউটিক্যালস, আকিজ মটরস, আনার ক্রোকারির সামনের প্রায় ২০০ মিটার রাস্তার একাংশ দীর্ঘদিন যাবৎ ঝুপড়ি ঘর দ্বারা দখলে ছিল। মঙ্গলবার ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে সেই রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে।

রাস্তা দখলমুক্ত হওয়ায় অত্র রাস্তা ব্যবহারকারী সম্মানিত নাগরিকবৃন্দ ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এর আগে মতিঝিল-ট্রাফিক বিভাগের গুলিস্তান কেন্দ্রিক রাস্তা হতে হকার উচ্ছেদ, কমলাপুর রেলস্টেশনের রাস্তার উপর আইসিডি কনটেইনার অপসারণসহ নানা পদক্ষেপের সুফল পাচ্ছেন সম্মানিত নগরবাসী।

ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক মতিঝিল বিভাগ।

তথ্য- ডিএমপি নিউজ।