ভোলায় যাত্রীবাহি লঞ্চ থেকে বিভিন্ন প্রজাতির ৮ শত মণ মাছ জব্দ

BanglaPost21

কামরুজ্জামান শাহীন, ভোলা সংবাদদাতা:
ভোলায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় ৮ শত মণ চিংড়ি, পোয়া ও পাঙাশ মাছ জব্দ করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাছ শিকারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

সোমবার (২৫ মার্চ) সকালের দিকে মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় গরিব, দুস্থ ও এতিমখানায় জব্দ করা মাছগুলো বিতরণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচএমএম হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় কোটগার্ড। এসময় কর্ণফুলী—১৩ নামে একটি লঞ্চে তল্লাশি করে ৩ হাজার ২ শত কেজি চিংড়ি, পোয়া, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির ৮ শত মণ মাছ জব্দ করা হয়। এসময় জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এসব মাছ স্থানীয় গরিব, দুস্থ, এতিমখানায় ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য— গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের আভয়াশ্রম হওয়ায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেয় সরকার।