বিডিজেএ’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

BanglaPost21

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) এর দ্বিবার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো।

বৃহস্পতিবার (২৮ মার্চ), রাজধানীর কারওয়ান বাজারে রেইনি রুফটপ রেস্টুরেন্টে  সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আখতারুজ্জামান, এন আর বিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ, বরিশাল মেট্রপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, রাজনীতিবিদ আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ,  ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহ পরিচালক আয়েশা আক্তার,  নেসলে বাংলাদেশের পাবলিক রিলেশন বিভাগের কর্মকর্তা রিশাদ জামান।

এ ছাড়াও বক্তব্য রাখেন  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিইউজেএ’র সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মিঠু, বিএফ ইউ জেএ’র  অতিরিক্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, ক্রাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ডিইউজেএ’র সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ, বিডিজেএ সাবেক সভাপতি আমিন আল রশিদ, সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল, নজরুল ইসলাম।

এ ছারাও ডিআর ইউ এর সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব,  মশিউর রহমান, টিসিএ সভাপতি ফারুক হোসেন তানভির সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতারাসহ  বিভিন্ন গণ মাধ্যমে কর্মরত বিডিজেএ’র দুই শতাধিক সদস্য অংশ নেন।
বক্তব্যে ঢাকাতে নিজেদের মধ্যে ঐক্য বদ্ধ থাকার পাশাপাশি, নিজেদের অধিকার এবং পেশাগত মানউন্নয়ে বিডিজেএ কাজ করবে বলে প্রত্যাশা জানান অতিথিরা।  একই সাথে বরিশাল বিভাগের উন্নয়নে ভুমিকা রাখার ও আহবান জানান বক্তারা।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন, বিডিজেএর সহ সভাপতি এম এম বাদশাহ, যুগ্ন সম্পাদক সানবির রুপল, রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল, দপ্তর ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, প্রশিক্ষণ সম্পাদক বুরহান উদ্দিন, নির্বাহী সদস্য নাদিরা জাহান, মিজানুর রহমান মিন্টু, হাসিব মাহমুদ শাহ।

ইফতার মাহফিল শেষে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।