২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য ৫৭৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৬০৬ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ছিল ৬০১ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য ৫৭৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৬০৬ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৬০১ কোটি টাকা।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি আজ বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট এবং দেশের ৫৩ তম বাজেট।
এরআগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য- বাসস।