বরগুনা-১ আসনের সাংসদের বাবার মৃত্যুতে কেন্দ্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শোক

BanglaPost21

বরগুনা ব্যুরো:
বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণসম্পাদক গোলাম সরোয়ার টুকুর বাবা আবদুস সোবহান হাওলাদারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ বৃহস্পতিবার এক শোক বার্তা পাঠিয়েছেন

শোক বার্তায় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর পিতা আবদুস সোবহান হাওলাদার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম আবদুস সোবহান হাওলাদার-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আবদুস সোবহান হাওলাদার গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনা সার্কিট হাউজ ঈদগাহ ময়দানে হাজারো মুসুল্লিদের উপস্থিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহাঙ্গীর কবীর, জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম, পুলিশ সুপার আবদুস সালাম, পৌর মেয়র মো: কামরুল আহসান মহারাজ, বেতাগীর পৌর মেয়র এবিএম গোলাম কবির, বরগুনা সদর, তালতলীর উপজেল চেয়ারম্যান, বরগুনা সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ অলিসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মি।

সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি জীবন যাপন করতে নিয়মতান্ত্রিক ভাবে। আমার বাবা কখনো কারো সাথে রুঢ় আচরণ করতেন না। সর্বদা সবার সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ করতেন। তিনি বলেন, আমার বাবা প্রথম রমজানে অসুস্থ হন। তারপর আমরা সাধ্যমত চিকিৎসা করতে পেরেছি। তার চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি। তিনি বলেন, আমার বাবা কোনো ঋন রেখে যায়নি। তারপরও আমাদের অজ্ঞাতে তার ঋন থাকতে পারে। আমাদের কাছে বললে পরিশোধ করে দেব। তিনি বলেন, আমার বাবার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যারা শোক জানিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমার অনেক বন্ধুরা আমাকে ফোন করে শান্তনা দিয়েছেন। তাদের প্রতিও কৃতজ্ঞ।