বরগুনা ব্যুরো:
বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর বাবা আলহাজ্ব আবদুস সোবহান হাওলাদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বরগুনায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তার বরগুনাস্থ বাসায় ভির করছেন।
মরহুমের প্রথম জানাজা আজ বুধবার ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনা সার্কিট হাউজ ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মরহুমের বরগুনা সদর উপজেলার বুড়িরচর নিজ গ্রামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, তার বাবা ফুসফুস নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্চায় বিশেষজ্ঞ চিকিৎকের চিকিৎসায় ছিলেন। মরহুম আলহাজ্ব আবদুস সোবহানের তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মেঝ ছেলে বরগুনা-১ আসনের দ্বাদশ সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর কবীর, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফারজানা সুমি, পৌর মেয়র মো: কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ অলি, বরগুনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু, বরগুনার জিপি,পিপি, বিষেশ পিপিসহ অসংখ্য মানুষ।