বরগুনা ব্যুরো:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা সদর উপজেলা জেলা শাখার নির্বাচন ১০ বছরেও হয়নি। নির্বাচন না দিয়ে পুরাতন কমিটি জোর করে বহাল তবিয়তে থেকে সমিতির অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে সভাপতি আবদুল আলিম লিটন ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের বিরুদ্ধে।
জানা যায়, আবদুল আলীম লিটন ও মো: জাকির হোসেনের ২৫ সমদ্যের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১০ সালের ১০ এপ্রিল। চার বছর মেয়াদী কমিটির মেয়াদ ছিল ২০১৪ সাল পর্যন্ত। আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রার্থীরা বার বার নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসলেও পূর্বের কমিটি নির্বাচন না দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে ১০ বছর তারা ক্ষমতা পোক্ত করে ধরে আছে।
আগ্রহীরা অতিষ্ঠ হয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর নিকট অভিযোগ দেওয়ার পরে নড়েচড়ে বসে পুরাতন কমিটি। পুরাতন কমিটি ভোটার তালিকা চুড়ান্ত না করেই মো: জিল্লুর রহমানসহ ৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। প্রধান নির্বাচন কমিশনার মো: জিল্লুর রহমান বলেন, কার্যকরী কমিটি আমাদের চুড়ান্ত ভোটার তালিকা দেয়নি। যার কারনে তফসিল ঘোষনা করতে পারছি না। আগ্রহী সভাপতি প্রার্থী মো: নজরুল ইসলাম মৃধা বলেন, ১০ বছর অতিবাহিত হবার পরও পূর্বের কমিটি চুড়ান্ত ভোটার তালিকা করতে পারেনি। ১ হাজার ৩ শত ভোটার তালিকা ভুক্ত করতে ১০ বছরে পারেনি। তিনি আরও বলেন, আমাদের সমিতির প্রচুর সম্পদ রয়েছে। ১০ বছরে সভাপতি ও সাধারণ সম্পাদক লাখ লাখ টাকার কোনো হিসাব দিতে পারেনি। শহরের প্রান কেন্দ্রে আমাদের নিজস্ব সম্পত্তিতে সমিতির অফিস। আমরা বহুতল ভবন করতে চেয়েছি। পূর্বের কমিটি তা করতে দেয়নি। তারা জোর করে বসে আছেন। এ ব্যাপারে সভাপতি আবদুল আলীম লিটন বলেন, তাদের অভিযোগ সঠিক নয়। আমরা নির্বাচন দেব। আমাদের কিছু সমস্যার কারনে এতদিন ভোটার তালিকা প্রস্তুত করতে পারিনি। কিছু স্কুল বাকি আছে। অল্প দিনের মধ্যে ভোটার তালিকা করে নির্বাচন কমিশনকে দেব। আমাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। নতুন কমিটি আসলে তাদের নিকট হিসাব বুঝিয়ে দেব।