বরগুনা ব্যুরো:
দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বরগুনা সদর ও বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ- বিএনপির ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
রোববার সকাল ১০ থেকে বিকেল ৪ টা পযন্ত জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের কাছে প্রার্থীরা মনোয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে , দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বরগুনা সদর ও বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ – বিএনপির ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
এরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, মো: এনামুল হক শাহিন, বরগুনা সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, বরগুনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রাসেল ফরাজি, এম বালিয়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ সেলিম ও বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হালিম মিয়া।
বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে বেতাগীতে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।এরা হলেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান, বেতাগী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খ.ম ফাহরিয়ার সংগ্রাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম খান শিপন, বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য নাহিদ মাহমুদ হোসেন লিটু , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান ও রিয়াজ হোসেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, আগামী মাসের ২১ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।