বরগুনা ব্যুরো: নাবালিকা এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বরগুনা জেলার বেতাগী উপজেলার সড়িষামুড়ি গ্রামে। মেয়েটির বাবা বাদী হয়ে বশির নামের এক জনকে আসামী করে বৃহস্পতিবার বেতাগী থানায় একটি মামলা করেছেন। বশির (৩৫) একই গ্রামের রতন বিশ্বাসের ছেলে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার দিবাগত রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে নামে। এ সময় ওৎ পেতে থাকা বশির বিশ্বাস কথা আছে বলে মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে ঘরে দেখতে না পেয়ে কিশোরীর পরিবার খোঁজখুজি শুরু করে। রাতে কিশোরীকে কোথাও পায়নি। সকালে অভিযুক্ত বশির কিশোরীকে তার খালু বাড়ির কাছে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে মেয়ের বাবা তার মেয়েকে উদ্ধার করে।
কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে বুধবার সারা রাত খুঁজে কোথাও পাইনি। পরের দিন সকালে আমার এক ভায়রার বাড়ির সামনে থেকে মেয়েকে উদ্ধার করি। মেয়ে আমার স্ত্রীর কাছে বলেছে, বশির তাকে তুলে নিয়ে গভীর রাতে নৌকায় উঠিয়ে নদীতে নিয়ে একাধিক বার ধর্ষণ করেছে। এ ঘটনার পরে বৃহস্পতিবার সকালে পুলিশে খবর দেই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বশিরকে আসামি করে ভুক্তভোগীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।