বরগুনার পাথরঘাটায় ৩,৪২০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ০৫ টি  ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।

BanglaPost21

মোঃ সাগর আকন, বরগুনা:
বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধিতে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে অসাধু জেলেরা মাছ শিকারে গেলে বরগুনার পাথরঘাটায় অভিযান চালায় কোস্টগার্ড। 

এ অভিযানে উপজেলার পাথরঘাটা খাল এবং বাদুরতলা খালে অবস্থানরত এফ বি ওলীউল্লাহ, এফ বি জান্নাতী, এফ বি আল্লাহর দান, এফ বি  রাইসা ও এফ বি আল্লাহর দান নামে ৫টি ট্রলার থেকে ১২ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের ৩,৪২০ কেজি নানা প্রজাতির সামুদ্রিক মাছ সহ ট্রলারগুলো জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

পরবর্তীতে জব্দকৃত বিভিন্ন প্রজাতির সামুদ্রিক  মাছ  ও মাছের ট্রলার এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‍্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পাথরঘাটা জয়ন্ত কুমার অপু এর নিকট  হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান জানান, উপকূলীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।