বরগুনা ব্যুরো:
বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলা নির্বাচনে ৪র্থ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২২ জনে মনোনয়ন পত্রজমা দাখিল করেছেন। বৃহস্পতিবার (৯ মে) বিকাল ৪ টার মধ্য রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাসের কার্যালয়ে নিম্ন বর্নিত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে
অ্যাডভোকেট এম এ কাদের মিয়া,
আলতাফ হাওলাদার
এলমান উদ্দিন আহমেদ সুহাদ,
গোলাম সরোয়ার ফোরকান ও অ্যাডভোকেট মোশাররফ হোসেন মোল্লা।
ভাইস চেয়ারম্যান পদে
এ কে এম শামসুদ্দিন শানু,
নাজমুল হাসান সোহাগ,
মোয়াজ্জেম হোসেন খান,
অ্যাডভোকেট মঈন পাহলান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে
মাকসুদ আক্তার জোসনা,
তামান্না আফরোজ মনি,
জেসিকা তারতিলা জুথি।
তালতলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন
রেজবি উল কবির জমাদ্দার,
সুমী জমাদ্দার,
নিরুজ্জামান মিন্টু
মোস্তাফিজুর রহমান মোস্তাক।
ভাইস চেয়ারম্যান পদে
দুলাল ফরাজী,
লিলুর রহমান,
ইমতিয়াজ হোসেন নয়ন বেপারি ও রেজাউল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে
মনিকা নাজনিন ও
কামরুন নাহার সাথী।
রিটার্নিং কর্মকর্তা শুভ্রা দাস বলেন, ৪র্থ ধাপের নির্বাচনে আমতলী ও তালতলী উপজেলা নির্বাচনে মোট ২২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১২ মে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।