বরগুনা ব্যুরো:
মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। শনিবার রাত সাড়ে ৭ টার সময় এ অভিযান চালানো হয়।
জানা যায়, বরগুনা জেলা গোয়েন্দা শাখার বিশেষ টিমের অধিনায়ক এসআই মো: সহিদের নেতৃত্বে একটি টিম বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের জালাল সিকদারের ছেলে কামাল সিকদার (৩৫) কে আটক করে। তার দেহ তল্লাশি করে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করে স্থানীয় স্বাক্ষীদের সামনে জব্দ তালিকা তালিকা প্রস্তুত করেন। যার মূ্ল্য ২০ হাজার ৮০০ টাকা
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের লোকজন অভিযান পরিচালনা করেন। এ সময় সহিদের নিকট ৫২ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে।