বরগুনায় স্ত্রীর মামলায় স্বামী দুই বছর সশ্রম কারাদন্ড

BanglaPost21

বরগুনা ব্যুরো:
ব্যবসা করার জন্য স্ত্রীর নিকট যৌতুক দাবী করে না পেয়ে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় স্বামীকে দুই বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদারত। একই দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে।

রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো: মশিউর রহমান খান এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল।

জানা যায়, বাদি অভিযোগ করেন, তার স্বামী ঘটনার দিন ২১ জুন বিকাল অনুমান ৩ টার সময় বাদির বাবার বাড়িতে আসেন। আসামী কাপড়ের ব্যবসার জন্য ৩ লাখ টাকা যৌতুক দাবী করেন। বাদি যৌতুক দিতে অস্বীকার করলে দন্ডপ্রাপ্ত আসামী তার স্ত্রীকে মারধর করে। বাদি চিকিৎসা করে পাথরঘাটা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি।
ওই ট্রাইব্যুনাল বাদির পক্ষের সাক্ষ্য শেষে আসামীকে দুই বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থ দন্ড অনাদায় আরও দুইমাসের কারাদণ্ড দিয়েছেন। বাদি বলেন, আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

আসামী পক্ষের আইনজীবী বলেন, আসামী জামিনে গিয়ে পলাতক রয়েছে। আমার সাথে কোনো যোগাযোগ করেনি।