বরগুনায় সাড়ে ৫ লাখ টাকার গাঁজাসহ দেবর ভাবী আটক

BanglaPost21

বরগুনা ব্যুরো:
কুরিয়ার সার্ভিস থেকে ৮ কেজি গাঁজা ছাড়িয়ে যাওয়ার পথে আমতলী থানা পুলিশের হাতে আটক হয়েছে দেবর ভাবী। আটককৃত গাঁজার বাজার মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা। গতকাল বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার সময় শহরের জননী কুরিয়ার সার্ভিসের নিকট হতে ৮ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী হল তানিয়া (২৪) ও জসিম (৩৭)। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপ পরিদর্শক পবিত্র কুমার, উপ পরিদর্শক বিশ্বজিৎ, সহকারী পরিদর্শক জসিম আহমেদের নেতৃত্বে ৮ কেজি গাঁজা জব্দ সহ  মাদক কারবারিদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ওপর আমাদের নজরদারি সব সময় ছিল। তারই ধারাবাহিকতায় আমরা তাদেরকে ধরতে সক্ষম হই। আসামি তানিয়ার স্বামী জাকির হবিগঞ্জ থেকে পাইকারি মূল্যে গাঁজা কিনে সুকৌশলে প্যাকেটের মাধ্যমে স্ত্রী তানিয়ার নামে কুরিয়ার করে। স্ত্রী তানিয়া ও দেবর জসিম রাতে কুরিয়ারের চালান নিয়ে বের হওয়ার পথেই আমরা অভিযান চালিয়ে ধরতে সক্ষম হই।

এ ব্যাপারে আমতলী থানা মাদক নিয়ন্ত্রণ আইনে তানিয়া, দেবর ও তানিয়ার স্বামী জাকিরকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।