বরগুনা ব্যুরো:
বরগুনায় সাংবাদিকের মামলা ও মারধর করায় ভুক্তভোগী আসামী ও তাদের পরিবার মানববন্ধন করেছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করেছে।
বক্তারা অভিযোগ করেন, ১৯ ফেব্রুয়ারী বরগুনা প্রেসক্লাবের ৩য় তলার অফিস-রুমে বসে এনটিভির জেলা প্রতিনিধি সোহেল হাফিজের নেতৃত্বে দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি আবুল কাশেম হাওলাদার,এনটিভির ক্যামেরা পার্সন আরিফুল ইসলাম মুরাদসহ বেশ কয়েকজন মিলে সাংবাদিক তালুকদার, মুশফিক আরিফসহ কয়েকজন সাংবাদিককে মারধর করে তালাবদ্ধ করে রাখে। তালুকদার মাসুদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল পরে বরিশাল থেকে ঢাকা প্রেরণ করা হয়। এখনো তালুকদার মাসুদ চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ঘটনার বিষয় আড়াল করতে অসুস্থ্য তালুকদার মাসুদকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে বরগুনা দ্রুত বিচার আদালতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাফর হাওলাদার একটি মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা বলেন, বরগুনা প্রেসক্লাব দ্রুত মামলা প্রত্যাহার না করলে তারা কঠোর আন্দোলনে যাবে।
সাংবাদিক মো: শাজনুস শরীফ বলেন, ১৯ ফেব্রুয়ারী সকালে আমরা আমরা মুশফিক আরিফ ভাইর সঙ্গে বরগুনা প্রেসক্লাবে ক্রাম খেলতে যাই। আমাদের দেখে সোহেল হাফিস প্রেসক্লাবে ঢুকে তার পালিত কয়েকজনকে সংবাদ দেয়। হঠাৎ আবুল কাশেম ও মুরাদ আমাদের উপর চড়াও হয়। আমাদের উপর হামলা করে। একটু পরে প্রেসক্লাবে পুলিশ আসে। তারা পুলিশের সামনে আমাদের মারধর করে তালাবদ্ধ করে রাখে। যা প্রেস ক্লাবের সিসি ফুটেজে আছে। আমাদের সঙ্গে সমঝোতায় বসার তারিখ দিয়ে তারাই আবার আমাদের ১৭ জনের বিরুদ্ধে মামলা করে। আমরা সুষ্ঠু তদন্ত চাই।