বরগুনায় বিভিন্ন ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষনা

BanglaPost21

বরগুনা ব্যুরো:
বরগুনা জেলার বেতাগী, বামনা ও তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে শূন্যপদে চেয়ারম্যান ও মেম্বর উপনির্বাচনের তফসিল।
বৃহস্পতিবার ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহন হবে ২৭ জুলাই। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুল হাই আল হাদি।

তফসিল

স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল ৪ জুলাই।
মনোনয়ন বাছাই ৫ জুলাই
আপীল শুনানী ৬ থেকে ৮ জুলাই
আপীল নিস্পতি ৯ জুলাই
মনোনয়নপত্র প্রত্যাহার ১০ জুলাই
প্রতীক বরাদ্দ ১১ জুলাই
ভোট গ্রহন ২৭ জুলাই।
যে সব এলাকায় শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরগুনা সদর

নলটোনা ইউনিয়নে শূন্যপদে ৬ নম্বর ওয়ার্ডে মেম্বর পদে উপনিবার্চন।

বেতাগী উপজেলা

হোসনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন।
কাজিরাবাদ সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন।

বামনা উপজেলা

ডৌয়াতলা ইউনিয়ন চেয়ারম্যান পদে উপনির্বাচন।

তালতলী উপজেলা

পচাকোড়ালিয়া ইউপি মেম্বর পদে ৪ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।