বরগুনা ব্যুরো:
বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। মো: হাবিবুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় বরগুনা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮বছর।
শুক্রবার বিকাল সোয়া ৫ টায় মরহুমের নিজ বাড়ি জাঙ্গালিয়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশশাকুর রহমার ফিরোজ, বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, বরগুনা জেলার সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: এনামুল হক শাহিন, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিনসহ শত শত মানুষ।
সংসদ সদস্য বলেন, মরহুম মো: হাবিবুর রহমান একজন ভালো মানুষ ছিলেন। আজ দুপুরে আমি তার মৃত্যুর সংবাদ পেয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা জানেন বুধবার আমার বাবা মৃত্যু বরণ করেছেন। সকালে বাবার কবর জিয়ারত করতে গ্রামের বাড়ি যাই। আমার মন ভালো নেই। তারপরও একজন ভালো মানুষের মৃত্যুর সংবাদ পেয়ে বসে থাকতে পারিনি। আমি শুনেছি তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় বরগুনা চরকলোনী বাসায় স্ট্রোক করেন। বরগুনা সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। আমি আল্লাহর দরবারে দোয়া করি এই শোক বহন করার মত ক্ষমতা মহান আল্লাহ পাক যেন তার পরিবারকে দেয়। আমি জেনেছি তার ছোট ভাই নওগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন বাহাদুর কিছুদিন আগে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। তিনিও অসুস্থ। ভাইয়ের মৃত্যুর খবর শুনেও তিনি আসতে পারেননি। আমি দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
জানাজা শেষে সংসদ সদস্য মরহুমের ঘরে গিয়ে তার স্ত্রী সন্তানদের শান্তানা দিয়েছেন। মরহুম মো: হাবিবুর রহমানের স্ত্রী, এক পূত্র, এক কন্যা তিন ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।