বরগুনা ব্যুরো:
বরগুনার কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ হাঙ্গর ও অবৈধ জাল জব্দ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা হতে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সাড়ে ৫ কোটি টাকার হাঙ্গর ও অবৈধ জাল জব্দ করা হয়।
বরগুনার পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা পৌরসভার ০৯ ওয়ার্ড বিষখালী নদীর পাড় এলাকা হতে ১,০০০ (এক হাজার) কেজি হাঙ্গর জব্দ করা হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের আভিযানিক দল বরগুনা জেলার বলেশ্বর ও বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চঘাট, তালতলা, চরদুয়ানি, টেংরা, হাজির খাল, রুহিতা, পদ্মা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লাখ ৫০ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ চরঘেরা ও ৪ পিস বেহন্দি জাল জব্দ করেছে। জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৫২ লাখ টাকা। তবে এসময় হাঙ্গর শিকারী ও অবৈধ জাল ব্যবহারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত হাঙ্গর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করে। জব্দকৃত অবৈধ জাল মেরিন ফিশারিজ অফিসার পাথরঘাটার মোঃ রিয়াজ হোসেনের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।