বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২২০ কেজি হরিণের মাংসসহ আটক-৩

BanglaPost21

বরগুনা ব্যুরো:
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোস্ট গার্ডের অভিযানে ২২০ কেজি হরিণের মাংসসহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আসামীরা হল, খুলনা জেলার সরনখোলা থানার দক্ষিন বাজার গ্রামের মো: অলি হোসেনের ছেলে মোঃ আফজাল হোসেন (৪৫), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আবদুল হকের ছেলে মোঃ হারুন (৩৫) ও তাফালবাড়িয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে মোঃ আঃ মান্নান (৫৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন হরিণঘাটা সংলগ্ন বিষখালী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে হরিণঘাটা সংলগ্ন বিষখালী নদী থেকে আনুমানিক ২২০ কেজি জবাইকৃত হরিণের মাংস, তিনটি হরিণের মাথা ও ০১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ৩ জন হরিণ শিকারীকে আটক করে। পরবর্তীতে আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পাথরঘাটা বন বিভাগের নিকট হস্থান্তর করা হয়েছে। এদের পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে।

এ ব্যাপারে পাথরঘাটা স্টেশনে কর্মরত কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বলেন, অসাধু হরিণ শিকারীরা সুন্দরবন এলাকায় গোপনে হরিণ শিকার করে জবাই করে মাংস বিক্রি করার চেস্টা করছিল। আমাদের অভিযানে তারা ধরা পরে। তিনি আরও বলেন, আমাদোর অভিযান অব্যাহত আছে।