প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

BanglaPost21
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হসিনার  প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ খবর জানা গেছে।

গত বছরের ডিসেম্বর থেকে তিনি  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। ইহসানুল করিমের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই রাখা হয়েছে।

ইহসানুল করিমের প্রথম জানাজা সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। পরে জোহারের নামাজের পর তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। জানাজার আগে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে ইহসানুল করিম সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। কুষ্টিয়ার সন্তান ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম ১৯৭২ সালে রিপোর্টার হিসেবে একই সংস্থায় যোগ দেন। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাসসের নয়াদিল্লি সংবাদদাতা হিসেবে ভারতে পাঁচ বছর কাজ করেন। ২০০৯-২০১৩ সালে তিনি বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিবিসি ও পিটিআই-এর বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন।

ইহসানুল করিম ২০১৩-২০১৫ পর্যন্ত রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে কাজ করেন। ২০১৫ এর জুন থেকে তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইহসানুল করিমের সহধর্মিণীর নাম মমতাজ শিরিন করিম। তাদের এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।