প্রচন্ড গরমে বেতাগীতে শ্রেণিকক্ষে ৪ শিক্ষার্থী অসুস্থ

BanglaPost21

বরগুনা ব্যুরো:
বরগুনার বেতাগীতে প্রচন্ড গরমে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।এরমধ্যে তিন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। অপর এক শিক্ষার্থীকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বিদ্যালয় দুইটি হলো পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ও কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয় ।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সূত্রে জানা গেছে এই বিদ্যালয়ে মোট চার শতাধিক শিক্ষার্থী রয়েছে। সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের পাঠদান শুরু হয়। এর দুই ঘন্টার পরে স্থানীয় পল্লীবিদ্যুতের নিয়ন্ত্রণকেন্দ্র থেকে লোডশেডিং দেয়া হয়। এর কিছু পরে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী রহমাতুল্লাহ ও রোজি আক্তার শ্রেণি কক্ষে অচেতন হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক শিক্ষক ও সহপাঠীরা মিলে তাদেরকে শিক্ষক মিলায়তনে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অভিভাবকদের খবর দিলে শিক্ষার্থী রহমাতুল্লাহকে তারা বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বিজ্ঞান বিভাগ) স্বপন কুমার ঢালী বলেন, দুপুরে সূর্যের তাপমাত্রা যখন অসহনীয় পর্যায়ে সেই সময়ই বিদ্যুৎ ছিল না। দুপুর সাড়ে ১২ টায় ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিক সেবা প্রদান করে অভিভাবকের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

পাঠদান চলাকালে দুপুর সাড়ে ১২ টায় কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার ও সওদা আক্তার শ্রেণিকক্ষে জ্ঞান হারায়। তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই বিদ্যালয়ে ২২০ জন শিক্ষার্থী রয়েছে।

কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক (বিজ্ঞান বিভাগ) মিলন মন্ডল  বলেন, বিদ্যালয়ে পাঠদান চলার সময় দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদেকে আমরা বিদ্যালয়ে বসে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছি। ওই সময় বিদ্যুৎ ছিলো না। এ কারনে অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়েন।

আদর্শ মাধ্যমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, অসুস্থ শিক্ষার্থী রহমাতুল্লাহকে প্রাথমিক সেবা প্রদান করে অভিভাবকের সহযোগিতায় বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থী দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসকসেবা চলছে।

এ বিষয় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ  বলেন, শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি তাকে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায়নি।