অনলাইন ডেস্ক:
পুলিশ সার্জেন্ট জোবায়েদ হোসেনের দূরদর্শিতা ও বিচক্ষণতার ফলে একটি হারানো বাচ্চাকে ফিরে পেলে তার পরিবার।
ট্রাফিক-রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, প্রতিদিনের ন্যায় রোববার (১২ মে) সকালে রামপুরা ব্রিজে দায়িত্বপালন করছিলেন সার্জেন্ট জোবায়েদ হোসেন। দুপুর পৌনে বারোটার দিকে তিনি রামপুরা ব্রিজে স্কুল ড্রেস পরিহিত একটি বাচ্চাকে কান্না করতে দেখেন। তিনি তার সাথে যেয়ে কথা বলেন। পাঁচবছর বয়সী এই বাচ্চাটি তার নাম সাঈদ বলে জানায়। সে আর কিছুই বলতে পারছিলো না। তখন সার্জেন্ট জোবায়েদ তাকে পুলিশ বক্সে নিয়ে আসেন। সেখানে তার স্কুল ব্যাগ থেকে শুধুমাত্র স্কুলের নাম পাওয়া যায়। তিনি দূরদর্শিতা ও বিচক্ষণতায় সেই স্কুলে যোগাযোগ করে বাচ্চার বাবার মোবাইল নাম্বার নিয়ে বাচ্চার বাবাকে রামপুরা পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রে আসতে বলেন।
সহকারী পুলিশ কমিশনার বলেন, কিছুক্ষণের মধ্যে সেই বাচ্চার বাবা-মা পুলিশ বক্সে আসলে সেখানে একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয় এবং বাচ্চাটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়। ট্রাফিক পুলিশের এই মহানুভবতা দেখে বাচ্চার বাবা-মা ও স্কুল কর্তৃপক্ষ পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন।