বরগুনা ব্যুরো:
পাথরঘাটায় এক প্রভাষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, স্ত্রীকে মারধর, কলেজের প্রয়োজনীয় কাগজসহ প্রয়াত এমপি গোলাম সবুর টুলুর ছবি পোড়ানো, কলেজের কম্পিউটারের পাসওয়ার্ড গায়েবসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। ওই প্রভাষক বরগুনা জেলার পাথরঘাটা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো.বেল্লাল হোসেনের। সহকর্মীর এহেন আচরনে ক্ষুব্ধ হয়ে যথাযথ ব্যবস্থা ও ন্যায় বিচারের দাবিতে রোববার পাথরঘাটা কলেজের অধ্যক্ষের নিকট একই কলেজের ৩৪ জন প্রভাষক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পত্রের অনুলিপি দেয়া হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারকে। ওই কলেজের ৩৪জন প্রভাষকের লিখিত অভিযোগ পাবার সত্যতা স্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবীর ও উপজেলা নির্বাহী অফিসার।
জানা যায়, পাথরঘাটা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বেল্লাল হোসেন ১৮ মার্চ সমাজবিজ্ঞান বিভাগের অফিস কক্ষে এক নারীর সাথে অনৈতিক কাজে ধরা পরে। তার স্ত্রী প্রতিবাদ করলে তাকেও মারধর করেন। ইতোপূর্বে একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনায় সহকর্মীদের সম্মানহানি ও কলেজের ঐতিহ্য বিনষ্ট করেছে। শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ তুলে আত্মসাৎ ও শিক্ষার্থীদের সাথে দূর্ব্যবহার, কলেজের কম্পিউটারের গুরুত্বপূর্ণ পার্সওয়ার্ড গোপন করাসহ বেশ কিছু অনৈতিক কাজের অভিযোগ করা হয়েছে প্রভাষক বেল্লারের বিরুদ্বে।
অভিযোগকারী একাধিক শিক্ষক বলেন, বেল্লালের কর্মকান্ডে প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন হচ্ছে। কলেজের সুনাম রক্ষায় অভিযুক্ত শিক্ষক মো.বেল্লাল হোসেনের বিরুদ্ধে সকল অভিযোগের তদন্ত পূর্বক আমরা তার যথোপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি।
পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক এবিএম মনিরুল ইসলাম ও প্রভাষক জামাল হোসেন বলেন, বেল্লালের কর্মকান্ডে কলেজের শিক্ষকদের সম্মানহানিসহ সুনাম ক্ষুন্ন হচ্ছে, আমরা ন্যায় বিচার চাই। তার অনৈতিক কর্মকাণ্ডে। আমরা সকলে বিব্রত অবস্হায়।
পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবীর বলেন, ৩৪ জন শিক্ষকের স্বাক্ষর করা বেল্লালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বেল্লালের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, বেল্লালের বিরুদ্ধে ৩৪ জন শিক্ষকের স্বাক্ষরিত একটি অভিযোগ এসেছে। কলেজ গভর্নিং বডির সভায় তার ব্যাপারে সিন্ধান্ত নেয়া হবে।