নৌবাহিনীকে সাথে নিয়ে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

BanglaPost21
oppo_0
বরগুনা প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর সারা দেশের ন্যায় বরগুনাতেও রাস্তাঘাটের বিশৃঙ্খলতা এবং নৈরাজ্যকর পরিস্থিতিতে নিত্যপণ্যের উচ্চ মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা ।
এ সময় রাস্তার ওপর মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌর শহরের পূবালী ব্যাংক রোডের হাওলাদার হার্ডওয়ার এন্ড সেনেটারি স্টোর নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।  সোমবার (১২ আগষ্ট) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এ বিষয়ে অন্য ব্যবসায়ীদেরকে সতর্ক উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে বরগুনার বিভিন্ন জায়গায় টহল দেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ।