দখলে থাকলেই কেউ জমির মালিক হবে না: ভূমিমন্ত্রী

BanglaPost21

অনলাইন ডেস্ক:

সরকারের খাস জমি ইজারার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বলেছেন, খাস জমি ইজারার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে প্রথম অধিবেশন শেষে সাংবাদিক এসব কথা বলেন নারায়ণ চন্দ্র চন্দ।

তিনি বলেন, দখলে থাকলেই কেউ জমির মালিক হবে না, কাগজেও নাম থাকতে হবে- এমন বিধান রেখে দ্রুত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হবে।

‘আইন হলে বিধির দরকার হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধির জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এই আইন হলে জনগণ উপকৃত হবে,’ যোগ করেন তিনি।

অর্পিত সম্পত্তি আইনের কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ওগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো না। তবে এর বাইরে যেগুলো আছে, সেগুলো যা যা করার দরকার সেসব আমরা করছি।

তিনি বলেন, ভূমির ডিজিটাইজেশন, ভূমি কর, নামজারি অনলাইন করার কথা। যারা সেবাটা নেবেন, তাদেরকে এখনো ভূমি অফিস বা সাব রেজিস্টার অফিসে যেতে হচ্ছে।

আর রেকর্ড ডিজিটাইজেশন না হওয়া পর্যন্ত ভূমির ব্যবস্থাপনা অটোমেশন পুরোপুরি সম্ভব না বলেও জানান নারায়ণ চন্দ্র।