তাপপ্রবাহে তৃষ্ণার্তদের মাঝে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের পানি ও স্যালাইন বিতরণ

BanglaPost21

নিজস্ব প্রতিবেদক:
দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ  পানি ও স্যালাইন দিচ্ছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ।

বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে  বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে  (মিরপুর -১০ নং থেকে মিরপুর -১৪ নং পর্যন্ত রাস্তায়) মিরপুর ১০ নং গোলচক্করে প্রবল তাপ দাহে ক্ষতদরিদ্রদের  তৃষ্ণা মেটাতে সতেজ ও বিশুদ্ধ  দুই হাজার পানির বোতলসহ ওরস্যালাইন খেটে খাওয়া ক্ষতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলু, এবং কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি রেজা উদ্দিন আহমেদ মজুমদার রাজীব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সময় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার মানবীয় গুনে গুনাম্বিত হয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে জনগনের পাশে থেকে কল্যানমুখী কাজ করে দেশকে একটি মানবিক উন্নয়নমুখী দেশ গড়তে স্বাধীনতার স্বপক্ষের সরকারকে সহায়তা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আগামীতেও এই ধারা অব্যাহত রেখে দেশকে একটি মানবিক উন্নয়নমুখী দেশ গড়ার কাজে মুক্তিযোদ্ধা সন্তান লীগ সর্বদা সাধারন খেটে খাওয়া জনগণের পাশে থেকে কল্যাণমুলক কাজ অব্যাহত রাখবে।