ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

BanglaPost21

অনলাইন ডেস্ক:
রাজধানীর কদমতলী থানা এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসযোগে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ।

গ্রেফতাকৃতরা হলো মোঃ মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, শান্ত মিয়া ও মোঃ মহসীন আহমেদ। এসময় তাদের হেফাজত থেকে ১টি মাইক্রোবাস, ১টি চাপাতি, ১টি দা, ডিবি পুলিশ এবং প্রেস লেখা স্টিকার, সাংবাদিকের আইডিকার্ড, দড়ি, গামছা, ৪টি মোবাইল, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি খেলনা পিস্তল ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

শ্যামপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন ডিএমপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসআই আবু বক্কর সিদ্দিক ও তার সঙ্গীয় অফিসার ফোর্স রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কদমতলী থানার জনতাবাগ জোড়া খাম্বা স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কয়েকজন লোক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাস নিয়ে ডাকাতি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ডাকাত দলের সদস্য। ঘটনার দিন রাতে পূর্ব পরিকল্পিতভাবে কদমতলী থানার জনতাবাগ জোড়াখাম্বা এলাকায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিলো বলে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের কদমতলী থানার মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তথ্য-ডিএমপি নিউজ।