খেলা ডেস্ক:
৪-৪ গোলের নাটকীয় ফলাফলের পর টাইব্রেকারে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের সাথে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।
বাঁচা-মরার ম্যাচে আল আইনের মাঠে প্রথমেই দুই গোল হজম করে আল নাসর। বিরতির আগে এক গোল শোধ দিলে ২-১ ব্যবধানে পিছিয়ে মাঠ ছাড়ে তারা। এরপর বিরতি থেকে ফিরে টানা দুই গোল দিয়ে এগিয়ে যায় রোনালদোর দল।
তবে প্রথম লেগে আল আইনের কাছে এক গোলের পরাজয় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে গোল করে দলকে এগিয়ে নেন আল আইন উইঙ্গার সুলতান আল শামসি।
পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা রোনালদো ১১৮ মিনিটে পান গোলের দেখা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি সিআর সেভেন। দারুণ লড়াই উপহার দিয়ে দ্বিতীয় লেগ ৪-৩ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় শেষ নির্ধারিত সময়ের খেলা।
টাইব্রেকারে আল নাসরের হয়ে প্রথম শটটি নেন ক্রোয়েশিয়ান ফুটবলার ব্রোজোভিচ তবে তিনি গোল করতে পারেননি। এই ম্যাচে গোল পাওয়া অ্যালেক্স টেলেসও স্পটকিকে বল জালে পাঠাতে পারেননি। তৃতীয় শটটি নিয়ে দলের আশা কিছুটা বাঁচিয়ে রেখেছিলেন রোনালদো। তবে নাসরের হয়ে চতুর্থ শট নেয়া ব্রাজিলিয়ান বংশোদ্ভূত পর্তুগালের ফুটবলার ওটাভিও মিস করেন গোলের সুযোগ।
অন্যদিকে আল আইনের রাহিমি, কাকু ও শামসি তিনজনই শট নিয়ে গোল আদায় করে নেয়া আর দু’টি শট নেয়ার প্রয়োজন পরেনি দলটির। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-১ গোলে হেরে টুর্নামেন্টটের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আল নাসর।