জেলা যুবদলের সহ-সভাপতিকে ও সাংবাদিকতার নামে চাঁদাবাজির  দায়ে গ্রেফতার!

BanglaPost21

বরগুনা প্রতিনিধি:
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়াকে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও সিগারেট ছিনতাইয়ের দায়ে আটক করেছে নৌবাহিনী। রবিবার রাত দেড় টার দিকে বামনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন নৌবাহিনী।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার মন্ডল জানান, রবিবার ব্রিটিশ টোবাকো কোম্পানি সিগারেট নিয়ে বামনা আসলে ১০ হাজার টাকা চাঁদা নেন গোলাম কিবরিয়া ও সুমন গোলদার নামে এক সাংবাদিক।  এসময় তারা ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের বেনসন সিগারেট ছিনতাই করেন।
পরে টোবাকো কোম্পানি থেকে নৌবাহিনীকে জানালে রাতে বামনা উপজেলার পশ্চিম সফিপুর এলাকায় অভিযান চালিয়ে গোলাম কিবরিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে টোবাকো কোম্পানি। আটক গোলাম কিবরিয়াকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগরে পাঠান।