অনলাইন ডেস্ক:
রাজধানীর ওয়ারীতে জুতার ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে এক যুবককে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম শাওন বেপারী। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে দশটায় রাজধানীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম জানান, গ্রেফতারকৃত শাওন তার পড়নের জুতার ভেতরে করে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিলো। ঘটনার দিন ওয়ারী থানার দায়িত্বরত পুলিশ দল তাকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে তার পড়নের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম আরো জানান, গ্রেফতারকৃত শাওন কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জের কোন এক মেলায় সরবরাহ করার জন্য নিয়ে যাচ্ছিলো।
এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে। তথ্য-ডিএমপি নিউজ।