জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বরগুনা জেলা দল চ্যাম্পিয়ন

BanglaPost21

বরগুনা ব্যুরো:
জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে পর পর দুইবার বরগুনা জেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দে ভাসছে বরগুনা। ফেইসবুকে ভাইরাল হয়েছে বরগুনা। অভিনন্দন জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু।

আজ মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে বরগুনা জেলা দল চ্যাম্পিয়ন হয়। তিন দিনের ম্যাচে টসে জিতে ময়মনসিংহ জেলা ক্রিকেট দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ময়মনসিংহ ব্যাটিংয়ে বরগুনা জেলা দলের বোলিং তোপে ১৭৭ রানে অল আউট হয়ে যায়।

বরগুনা জেলা দল ব্যাটিংয়ে নেমে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিত্তিক রায়ের ১১২ রান আর রেজবির ৬৫ রানের ওপর ভিত করে নির্ধারিত ৯০ ওভারে নয় উইকেটে ৩৪৭ রান সংগ্রহ করে। ১৭০ রানে পিছিয়ে থেকে ময়মনসিংহ জেলা ক্রিকেট দল ব্যাটিংয়ে নামলে ২৯০ রানে অল আউট হয়ে গেলে বরগুনার জেলা দলের টার্গেট দাড়ায় ৮৯ রানের। বরগুনা জেলা দল ৩ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে সহজেই ৭ উইকেটে জিতে যায়।

ফাইনালে বরগুনা জেলা ক্রিকেট দলের সেঞ্চুরি ১১২ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ এবং টুর্নামেন্টে ১৭ উইকেট পাওয়ায় বরগুনা জেলা দলের শাকিলকে ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার দেয়া হয়। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদ হোসেন ববি।

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বরগুনা জেলা ক্রিকেট দল জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলকে অভিনন্দন জানিয়েছেন।

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বলেন, এ গৌরব বরগুনা বাসির। আমরা আগামীতে আরো ভালো খেলব। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন, আজকে বিজয় বরগুনা ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সন্তানদের আমি অভিনন্দন।

টুর্নামেন্টে বরগুনা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। তিনি বলেন, আমাদের ছেলেরা পারে সেটি আজ দেখিয়ে দিয়েছে। সাবাস বরগুনা। ভালো অনুশীলন করতে পারলে এবং মেধা কাজে লাগাতে পারলে আমাদের ছেলেরা একদিন জাতীয় দলে খেলার সুযোগ পাবে। তিনি বলেন, ভালো খেলার জন্য আমি সর্বাত্বক সহযোগিতা করব।