কারাবন্দি নেতার প্রতি নাবালক সন্তানের ভালোবাসা

BanglaPost21

সালথা সংবাদদাতা:
পৃথিবীতে বাবা ছাড়া সন্তান বড় অসহায়। বাবা সন্তানের সম্পর্ক যুগযুগ ধরে চলে আসছে। কারাবন্দী কোর্ট গারদখানায় বাবার গালে নাবালক ছেলে চুমু দিয়ে তাক লাগিয়েছে মাহিন।নাবালক  সন্তানের ভালো বাসার দৃশ্য ক্যামেরাবন্দিতে আবেগে আপ্লুত হয়েছে অনেকে। একটি নাশকতার মামলায় সালথা উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এজেডএম মুনিরকে বৃহস্পতিবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন দায়রা আদালত। কারারুদ্ধ বিএনপি নেতা মুনির সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা। মাহিন স্থানীয় আটঘর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুন চৌধুরী।

জানা যায়, একটি নাশকতার মামলায় সালথা উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এজেডএম মুনিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ফরিদপুর আদালতের দায়রা জজ। আর এ খবর পেয়ে বাবাকে একনজর দেখতে আদালতের গারদখানার সামনে হাজির হয়েছিল তার একমাত্র ছেলে মাহিন। একপর্যায়ে গারদখানার জানালার লোহার শিকের ভেতর দিয়ে বাবার গালে চুমু দেয় মাহিন।

নাশকতার মামলায় মুনিরসহ উপজেলার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী। অন্য তিন নেতা হল, উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফরিদুর রহমান, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া।

বিএনপির ওই চার নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ মামুন অর রশিদ মামুন। তিনি বলেন, ঢাকার হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন ওই চার নেতা। ৬ সপ্তাহের জামিন শেষে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এসএম ইলিয়াছ হুসাইন নামে এক ব্যক্তি ওই ছবি ফেসবুকে পোস্ট করে  তিনি  লিখেছেন, কারারুদ্ধ বাবার প্রতি সন্তানের ভালোবাসা। যা মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ এ দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালীর চালতলা নামক এলাকার একটি নাশকতা মামলার আসামি ছিলেন তারা।