কামরাঙ্গীরচরে ভেজাল সসের কারখানায় অভিযান, মালিক গ্রেফতার

BanglaPost21
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:
রাজধানীর কামরাঙ্গীরচরে পঁচা গাজর, টমেটো, তেতুল ও জলপাই দিয়ে ভেজাল সস তৈরির একটি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ ভেজাল সস উদ্ধার ও কারখানার মালিককে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো- ফারজানা ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী ও কারখানা মালিক মোঃ ফরিদ হোসেন বেল্লাল। অভিযানে ৫০০ কেজি অর্ধপঁচা গাজর, ২০০ কেজি অর্ধপঁচা জলপাই ও ১০০ কেজি প্রস্তুতকৃত ভেজাল সস উদ্ধার করা হয়।

রোববার রাত সাড়ে নয়টার দিকে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সসের কারখানার সন্ধান পায় থানা পুলিশ। বাড়িটির আন্ডারগ্রাউন্ড, ১ম ও ২য় তলায় কারখানা খুলে তৈরি করা হচ্ছিলো ভেজাল গাজর, টমেটো, তেতুল ও জলপাই সস।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজকে জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে এসব ভেজাল সস উৎপাদন ও বিক্রি করে আসছিলো। উৎপাদনকৃত এসব ভেজাল সস রাজধানী ঢাকার নামিদামি হোটেল ও রেস্টুরেন্টে পরিবেশন করা হতো। কোনো ধরণের স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা গাইডলাইন ছাড়াই নোংরা পরিবেশে এসব সস তৈরি হতো পঁচা গাজর, টমেটো, তেতুল ও জলপাই দিয়ে। তৈরিকৃত সস মজুদ করা হতো প্লাস্টিকের নোংরা ড্রামে।

মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম আরো জানান, ভেজাল কারখানাটি সিলগালা করা হয়েছে। এ সংক্রান্তে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

যেকোনা ভেজাল পণ্যদ্রব্য উৎপাদনকারী কারখানায় এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে মর্মে তিনি জানান।