এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিলো মেট্রোরেল চলাচল

BanglaPost21

অনলাইন ডেস্ক:
ঝড়ো বাতাসে উড়ে এসে একটি ফয়েল পেপার মেট্রোরেলের তারে এসে পড়ায় এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিলো মেট্রোরেল চলাচল। রোববার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সকালে ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সকালে বৃষ্টির পর ঝোড়ো বাতাসে একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় স্মরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনও এক জায়গায় মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর এসে পড়ে।

তিনি জানান, এটি সরাতে মিনিট পাঁচেক সময় লাগলেও গোটা বিষয়টি ব্যবস্থাপনায় চলে যায় ঘণ্টাখানেক। ওই সময় মেনটেইন্যান্স টিম না থাকায় বিষয়টির সমাধান করতে এ সময় লাগে বলে জানান তিনি।

স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, ঘটনাটি সকাল সাতটার দিকে ঘটেছে। এসময় মেট্রোরেল চলাচল না করায় স্টেশনে ভিড় জমে যায়। তথ্য- একাত্তর অনলাইন।