উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন

BanglaPost21
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। ইতিমধ্যে ওই আগুন ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। তবে এর সূত্রপাত কীভাবে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটের সময় এ আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।

দুপুরে তিনি জানান, ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন সহনীয় পর্যায়ে চলে আসে। ততক্ষণে রোহিঙ্গাদের শত শত ঘর ও সেবা সংস্থার বেশ কিছু স্থাপনা পুড়ে যায়।

অতীশ চাকমা জানান, এখনও আগুন আছে, তবে তা সহনীয় পর্যায়ে। তবে কতো সংখ্যক স্থাপনা পুড়েছে তার সঠিক হিসাব এখনই বলা যাচ্ছে না। আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন।

এদিকে কয়েখজন রোহিঙ্গা জানিয়েছেন, এনজিও সংস্থা তিতাসের একটি স্থাপনা থেকে প্রথম আগুন দেখা গেছে।

তথ্য- একাত্তর অনলাইন।