ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা শুরু করেছে : মার্কিন গণমাধ্যম

BanglaPost21
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:
ইসরায়েল সপ্তাহান্তে আক্রমণের প্রতিশোধ হিসেবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। মার্কিন গণমাধ্যম বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি, সিবিএস এবং সিএনএন, অন্যান্য মিডিয়া মধ্যপ্রাচ্যের সময় শুক্রবার ভোরে হামলার কথা জানিয়েছে। হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পেন্টাগন ডিউটি ডেস্ক এএফপির এক প্রশ্নের জবাবে বলেছে, ‘আমাদের কাছে এই মুহূর্তে দেয়ার মতো কিছু নেই।’
ইরান বেশ কয়েকটি শহরে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সপ্তাহান্তে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার পর ইসরায়েল সতর্ক করে দিয়েছিল যে তারা পাল্টা আঘাত করবে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশির ভাগ প্রতিহত করেছে বলে ইসরায়েল দাবী করেছে। দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার পরিপ্রেক্ষিতে ইরান ওই হামলা চালায়। তথ্য- বাসস।