আবার কমলো ডিজেল-কেরোসিনের দাম

BanglaPost21

অনলাইন ডেস্ক:
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে আবারো কমেছে ডিজেল-কেরোসিনের মতো জ্বালানি তেলের দাম।এপ্রিল মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম দুই টাকা ২৫ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৬।

আর আগের মতোই অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা লিটারে বিক্রি হবে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

আগামী পহেলা এপ্রিল অর্থাৎ সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে গত ২৯ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার।

এরপর সাত মার্চ দেশের প্রথমবারের মতো প্রাইসিং ফরমুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার।

প্রাইসিং ফর্মুলায় মূল্য সমন্বয়ের প্রথম দফায় ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে কমানো হয় ৭৫ পয়সা করে। এতে দুই ধরনের জ্বালানির লিটার প্রতি মূল্য হয় ১০৮ টাকা ২৫ পয়সা।

আর প্রতি লিটার অকটেনের দাম চার টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১২৬ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটারে তিন টাকা কমিয়ে করা হয় ১২২ টাকা।

মন্ত্রণালয় থেকে তখন জানানো হয়, প্রাইস ফরমুলা বা নীতিমালা অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি ও ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের তুলনামূলক মূল্য তুলে ধরে হয়েছে।

বলা হয়েছে, তুলনামূলক চিত্রে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা ১৩০ টাকা ৬৯ পয়সা। পেট্রোল ১০৯ দশমিক ৯৪ রুপি বা ১৫৮ টাকা ৩১ পয়সা। তথ্য- একাত্তর।