অনলাইন ডেস্ক:
নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনাসহ ও ১০৪ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৮ লক্ষ ৫০ হাজার ৫০ মিটার অবৈধ জাল, ১ হাজার ৬২৪ কেজি মাছ, ১ লক্ষ ১১ হাজার বাগদা রেনু পোনা, ৪০০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি, ৫০ কেজি কাঁকড়া ও ২টি ড্রেজার উদ্ধার করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং, ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া শাখার পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা।
তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধার ও ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৬টি মামলা রুজু হয়েছে ও ৩১টি ঝোপ ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে। তথ্য- ডিএমপি নিউজ।