অনলাইন ডেস্ক:
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোঃ মাজহারুল ইসলাম বিপিএম সুদীর্ঘ প্রায় ৩৩ বছরের বর্ণাঢ্য চাকরি জীবন শেষে আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
সোমবার বিকেলে ডিএমপি কমিশনারের নেতৃত্বে একটি টিম পুলিশ হেডকোয়ার্টার্সে তার নিজ কার্যালয়ে এ বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত আইজিপি মোঃ মাজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা প্রদানকালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করার জন্য অতিরিক্ত আইজিপিকে ডিএমপি কমিশনার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।
সম্মাননা প্রদানকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ মাজহারুল ইসলাম বিপিএম ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ডিআইজি হিসেবে তিনি স্পেশাল ব্রাঞ্চে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পূর্ব তিমুর এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের ৯ নভেম্বর থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত আছেন।
তথ্য-ডিএমপি নিউজ।